ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেলের প্রথম গোল, টটেনহামের জয়

  • পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • 45

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে টটেনহামে ফিরেছেন গ্যারেথ বেল। স্পার্সদের জার্সিতে ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন বেল। আর কোচ মরিনহোর অধীনে প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়ে গেলেন প্রথম গোল। আর তাতেই ব্রাইটনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা।

ম্যাচের শুরুতে স্পার্সদের এগিয়ে দেন কেন। ইংলিশ অধিনায়ককে ফাউল করেন অ্যাডাম লালানা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। ১৩তম মিনিটে স্পট-কিক থেকে প্রিমিয়ার লিগে নিজের ১৪৯তম গোল করতে কোনো ভুল করেননি কেন।

তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ব্রাইটন। ম্যাচের ৫৬তম মিনিটে স্পার্সদের জালে বল জড়িয়ে দেন তারিক ল্যাম্পটি। দ্বিতীয়ার্ধে এরিক লামেলার বদলি হিসেবে মাঠে বেল। ৭৩তম মিনিটে হেডে ব্যবধানটা ২-১ করেন বেল। স্পার্সদের জার্সিতে এটিই ওয়েলস তারকার প্রথম গোল।

এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে টটেনহাম। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তিনে নেমে গেছে এভারটন।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বেলের প্রথম গোল, টটেনহামের জয়

পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে টটেনহামে ফিরেছেন গ্যারেথ বেল। স্পার্সদের জার্সিতে ব্রাইটনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন বেল। আর কোচ মরিনহোর অধীনে প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়ে গেলেন প্রথম গোল। আর তাতেই ব্রাইটনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা।

ম্যাচের শুরুতে স্পার্সদের এগিয়ে দেন কেন। ইংলিশ অধিনায়ককে ফাউল করেন অ্যাডাম লালানা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। ১৩তম মিনিটে স্পট-কিক থেকে প্রিমিয়ার লিগে নিজের ১৪৯তম গোল করতে কোনো ভুল করেননি কেন।

তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ব্রাইটন। ম্যাচের ৫৬তম মিনিটে স্পার্সদের জালে বল জড়িয়ে দেন তারিক ল্যাম্পটি। দ্বিতীয়ার্ধে এরিক লামেলার বদলি হিসেবে মাঠে বেল। ৭৩তম মিনিটে হেডে ব্যবধানটা ২-১ করেন বেল। স্পার্সদের জার্সিতে এটিই ওয়েলস তারকার প্রথম গোল।

এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে টটেনহাম। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তিনে নেমে গেছে এভারটন।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: