বিনোদন ডেস্ক: ফেসবুক পেইজ নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবিলার নামে খোলা একটি ভুয়া পেইজ খোলা হয়েছে। সেখানে অনুসারীর সংখ্যা ১৫ লাখেরও উপরে।
সম্প্রতি নূরের নামে খোলা এই ফেইক ফেসবুক পেইজটি থেকে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছেন সাবিলা। একইসঙ্গে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে দশটা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! সাধারণ নেটিজেনরাও সেখানে মন্তব্য করছেন। অনেকে আবার শেয়ারও করছেন।
এ ব্যাপারে সাবিলা নূর বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই খেয়াল করছি এই ফেইক পেজটির লাইক কেবল বাড়ছেই। এটি নিয়ে আমি বেশ চিন্তিত। পেইজটিতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে। যার ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি আমি।
তিনি আরও বলেন, পেজে অনেক সাংঘর্ষিক বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার ব্যক্তিগত ও পারিবারিক ছবিও ব্যবহার করা হচ্ছে। এই পেজ আমার না অথচ আমার নাম ব্যবহার করে সাধারণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয় বাণিজ্যিক বা অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমি শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ