ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জেমস আজ ঢাকা মাতাবেন

  • পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • 105

বিনোদন ডেস্ক: দেশের সংগীতপ্রেমী মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম নগরবাউল জেমস। এই জনপ্রিয় গায়ককে মঞ্চে গাইতে দেখার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকেন শ্রোতারা। আজ শ্রোতাদের তৃষ্ণা মেটার পালা। ঢাকার মঞ্চে আজ গান গাইবেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এর আগে, কনসার্টের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছিলেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর।’ আজ অনুষ্ঠিত হতে চলেছে সেই কনসার্ট।

একইমঞ্চে গান শোনাবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামের এই কনসার্টে অংশ নেবে দলগুলো। কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে দলছুট ব্যান্ডের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘অনুষ্ঠানটি গত মাসেই হবার কথা ছিল।

কিন্তু পিছিয়ে গেছে। আশার কথা হলো অনুষ্ঠানটি আবারও হচ্ছে। শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছি আমরা। আশা করি সবার অংশগ্রহনে ভালো একটা শো হবে।’এর আগে, গত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হওয়ার কথা ছিল কনসার্টটি।

কিন্তু সেটি স্থগিত হয়। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এরপর আজকের তারিখ নির্ধারিত করা হয় কনসার্টের জন্য। জানা গেছে, কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন। বিকাল তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জেমস আজ ঢাকা মাতাবেন

পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দেশের সংগীতপ্রেমী মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম নগরবাউল জেমস। এই জনপ্রিয় গায়ককে মঞ্চে গাইতে দেখার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকেন শ্রোতারা। আজ শ্রোতাদের তৃষ্ণা মেটার পালা। ঢাকার মঞ্চে আজ গান গাইবেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এর আগে, কনসার্টের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছিলেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর।’ আজ অনুষ্ঠিত হতে চলেছে সেই কনসার্ট।

একইমঞ্চে গান শোনাবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামের এই কনসার্টে অংশ নেবে দলগুলো। কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে দলছুট ব্যান্ডের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘অনুষ্ঠানটি গত মাসেই হবার কথা ছিল।

কিন্তু পিছিয়ে গেছে। আশার কথা হলো অনুষ্ঠানটি আবারও হচ্ছে। শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছি আমরা। আশা করি সবার অংশগ্রহনে ভালো একটা শো হবে।’এর আগে, গত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হওয়ার কথা ছিল কনসার্টটি।

কিন্তু সেটি স্থগিত হয়। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এরপর আজকের তারিখ নির্ধারিত করা হয় কনসার্টের জন্য। জানা গেছে, কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন। বিকাল তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: