ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প

  • পোস্ট হয়েছে : ১৯ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। সেদিন থেকেই প্রেসিডেন্ট হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ট্রাম্প।

‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।

এটি ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি।নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। সেখানে ট্রাম্প বারবার বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন।

যদিও সেটা কীভাবে করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং ‘দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে পরিষ্কার করা’। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের (নির্বাচিত প্রার্থীর) বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য ইউক্রেনবিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, ‘আপনারা শিগগিরই ইউক্রেনবিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন, যার ওপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং (রাশিয়া ও ইউক্রেন) উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা।’ খুব অল্প সময়ের মধ্যেই এই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে বলে ওই সূত্র জানিয়েছে।

এদিকে ইউক্রেনে মার্কিন সহায়তার কড়া সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ম্যাটকে একজন আইনজীবী ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য উল্লেখ করে লিখেছেন, ‘ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন।’

ফ্লোরিডায় শক্রবারের ওই রাজনৈতিক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের কাছে তার নির্বাচনী জয়ের কথাও বলেছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যে এভাবে জিতে যাবো, তা কেউ জানতো না। এটি একটি বড় বিজয় ছিল।’ এরপর জনতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এবং হাউজ স্পিকার মাইক জনসনও রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প এদিন টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন। ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাসভবনে ছিলেন। এদিকে ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন, তিনি হোম সেক্রেটারি হিসেবে ডগ বারগামকে মনোনীত করেছেন। প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল জমির ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায়, এক সময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডগ বারগাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার। এই পদটিসহ বেশিরভাগই মন্ত্রিপরিষদ পদের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।

প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এই সময়টিকে উপভোগ করছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউজে ফিরে যাওয়ার জন্য তিনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না। তাই তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকের এই আয়োজন ছিল তার ভক্ত ও সমর্থকদের সামনে বিজয়ের উদযাপন।

সূত্র: বিবিসি, ফক্স নিউজ

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প

পোস্ট হয়েছে : ১৯ মিনিট আগে

বিজনেস আওয়ার ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। সেদিন থেকেই প্রেসিডেন্ট হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ট্রাম্প।

‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।

এটি ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি।নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। সেখানে ট্রাম্প বারবার বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন।

যদিও সেটা কীভাবে করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং ‘দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে পরিষ্কার করা’। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের (নির্বাচিত প্রার্থীর) বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য ইউক্রেনবিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, ‘আপনারা শিগগিরই ইউক্রেনবিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন, যার ওপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং (রাশিয়া ও ইউক্রেন) উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা।’ খুব অল্প সময়ের মধ্যেই এই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে বলে ওই সূত্র জানিয়েছে।

এদিকে ইউক্রেনে মার্কিন সহায়তার কড়া সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ম্যাটকে একজন আইনজীবী ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য উল্লেখ করে লিখেছেন, ‘ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন।’

ফ্লোরিডায় শক্রবারের ওই রাজনৈতিক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের কাছে তার নির্বাচনী জয়ের কথাও বলেছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যে এভাবে জিতে যাবো, তা কেউ জানতো না। এটি একটি বড় বিজয় ছিল।’ এরপর জনতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এবং হাউজ স্পিকার মাইক জনসনও রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প এদিন টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন। ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাসভবনে ছিলেন। এদিকে ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন, তিনি হোম সেক্রেটারি হিসেবে ডগ বারগামকে মনোনীত করেছেন। প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল জমির ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায়, এক সময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডগ বারগাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার। এই পদটিসহ বেশিরভাগই মন্ত্রিপরিষদ পদের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।

প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এই সময়টিকে উপভোগ করছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউজে ফিরে যাওয়ার জন্য তিনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না। তাই তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকের এই আয়োজন ছিল তার ভক্ত ও সমর্থকদের সামনে বিজয়ের উদযাপন।

সূত্র: বিবিসি, ফক্স নিউজ

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: