ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উড়ন্ত শুরু করা অস্ট্রেলিয়াকে ১৪৭ রানেই আটকে দিলো পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 2

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে ম্যাচ হয়েছিল ৭ ওভারের। তাতে বড় ব্যবধানেই হারে পাকিস্তান। তবে সিডনিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে ১৪৭ রানেই আটকে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

দুর্দান্ত বোলিং করেছেন হারিস রউফ, আব্বাস আফ্রিদিরা। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে অর্থাৎ ৬৬ বলে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

অথচ টস জিতে ব্যাটিং বেছে নিয়ে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইঙলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এরপরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার।

পাকিস্তানি বোলারদের তোপে পরের ব্যাটাররা কেউ মারকুটে ইনিংস খেলতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২১, মার্কাস স্টয়নিস ১৫ বলে ১৪, টিম ডেভিড ১৯ বলে ১৮ আর অ্যারন হার্ডি করেন ২৩ বলে ২৮।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট।

বিজনেস আওয়ার/ ১৬ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উড়ন্ত শুরু করা অস্ট্রেলিয়াকে ১৪৭ রানেই আটকে দিলো পাকিস্তান

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে ম্যাচ হয়েছিল ৭ ওভারের। তাতে বড় ব্যবধানেই হারে পাকিস্তান। তবে সিডনিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে ১৪৭ রানেই আটকে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

দুর্দান্ত বোলিং করেছেন হারিস রউফ, আব্বাস আফ্রিদিরা। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে অর্থাৎ ৬৬ বলে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

অথচ টস জিতে ব্যাটিং বেছে নিয়ে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইঙলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এরপরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার।

পাকিস্তানি বোলারদের তোপে পরের ব্যাটাররা কেউ মারকুটে ইনিংস খেলতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২১, মার্কাস স্টয়নিস ১৫ বলে ১৪, টিম ডেভিড ১৯ বলে ১৮ আর অ্যারন হার্ডি করেন ২৩ বলে ২৮।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট।

বিজনেস আওয়ার/ ১৬ নভেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: