স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএল মাঠে গড়ানো থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চলছে আলোচনা। গুঞ্জন উঠেছিল এবারেই শেষ আইপিএল খেলে ফেললেন ধোনি। ব্যাট আর উইকেটকিপিং গ্লভস তুলে রাখবেন টুর্নামেন্ট শেষেই। কিন্তু না! তা হচ্ছে না, ধোনি জানিয়ে দিলেন এখনই ক্রিকেট ছাড়ছেন না।
রোববার এ বারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস। আর টুর্নামেন্ট জুড়ে বাজে পারফরম্যান্সে ইতোমধ্যেই প্লে অফে খেলার আশা ফুরিয়েছে চেন্নাইয়ের। আর তাই তো পাঞ্জবের বিপক্ষের ম্যাচটিই ২০২০ আইপিএল’র শেষ ম্যাচ ছিল চেন্নাইয়ের।
সেখানেই প্রশ্নের সম্মুখীন ধোনি, যে এটিই চেন্নাইয়ের জার্সিতে তার শেষ আইপিএল ম্যাচ কিনা। ধোনি উত্তরে জানান, ‘অবশ্যই না। চেন্নাইয়ের জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।’
এর আগে আইপিএল’র এবারের আসর শুরুর আগেই সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ধোনি। আর ধারণা করা হচ্ছিল এটাই তার শেষ আইপিএলও। এবারের টুর্নামেন্ট জুড়ে কেবল ব্যর্থতায় ঘিরে ছিল চেন্নাইকে। গ্রুপ পর্বের ১৩টি ম্যচের মধ্যে জয় এসেছে মাত্র ৫টিতে।
গুঞ্জন উঠছিল হয়তো পাঞ্জাবের বিপক্ষের ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি। কিন্তু মাত্র একটি মন্তব্যে ধোনি জানিয়ে দিলেন তিনি আইপিএল খেলবেন সামনের বছরেও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি জানিয়েছেন তিনি তো থাকবেনই সেই সঙ্গে চেন্নাইয়ের নেতৃত্বও দিবেন।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ