ঢাকা , মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত

  • পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের টেকনাফে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আবুল কাশেম জানান, ঝিমংখালীর বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ওসামা ওরফে বর্মাইয়া ওসামা, ইউনুস, আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০-১২ জন এ হামলা চালায়।

পেশাগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করা কাশেমের বাড়ি টেকনাফের হোয়াক্যং ঝিমংখালি এলাকায়। তিনি শুক্রবার স্ব-পরিবারে বাড়িতে বেড়াতে এসেছেন। নিজেদের মালিকানায় থাকা এলাকার চিংড়ি ঘের নিয়ে বৈঠক শেষে ঘরে ফেরার সময় এ হামলার শিকার হন তিনি।

তিনি বলেন, এলাকার নানা অপকর্ম নিয়ে স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন করেছিলেন। যুগান্তরও প্রতিবেদন ছাপে। এরপর প্রশাসন নানাভাবে তৎপর হয়ে অপরাধীদের ধরছেন। সম্প্রতি ওসামা গ্রুপের একজন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গ্রেফতার হন।

সাংবাদিক কাশেমের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান, এলাকার একটি মাছের ঘেরের বিষয়ে কথাবার্তা শেষ করে শাহাব উদ্দিনের বাড়ি থেকে আমরা ফিরছিলাম। পথে অস্ত্রধারীরা গুলি ও হামলা চালিয়ে সাংবাদিক কাশেমের গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/ ১৯ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত

পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের টেকনাফে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আবুল কাশেম জানান, ঝিমংখালীর বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ওসামা ওরফে বর্মাইয়া ওসামা, ইউনুস, আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০-১২ জন এ হামলা চালায়।

পেশাগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করা কাশেমের বাড়ি টেকনাফের হোয়াক্যং ঝিমংখালি এলাকায়। তিনি শুক্রবার স্ব-পরিবারে বাড়িতে বেড়াতে এসেছেন। নিজেদের মালিকানায় থাকা এলাকার চিংড়ি ঘের নিয়ে বৈঠক শেষে ঘরে ফেরার সময় এ হামলার শিকার হন তিনি।

তিনি বলেন, এলাকার নানা অপকর্ম নিয়ে স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন করেছিলেন। যুগান্তরও প্রতিবেদন ছাপে। এরপর প্রশাসন নানাভাবে তৎপর হয়ে অপরাধীদের ধরছেন। সম্প্রতি ওসামা গ্রুপের একজন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গ্রেফতার হন।

সাংবাদিক কাশেমের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান, এলাকার একটি মাছের ঘেরের বিষয়ে কথাবার্তা শেষ করে শাহাব উদ্দিনের বাড়ি থেকে আমরা ফিরছিলাম। পথে অস্ত্রধারীরা গুলি ও হামলা চালিয়ে সাংবাদিক কাশেমের গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/ ১৯ নভেম্বর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: