ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিইসির কার্যালয়ে অবস্থানের হুমকি বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের

  • পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক: আমরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন প্রচারণা চালাতে পারবো। কেউ বাধা দেবে না। কিন্তু আজকেও আমাদের প্রচারণার স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী পাল্টা কর্মসূচি দিয়ে প্রচারণা করতে দেয়নি।

এভাবে চলতে থাকলে সিইসির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। বললেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার পলওয়েল শপিং মলের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মিটিং করেছিলাম। তিনি আমাদের কথা দিয়েছিলেন ২৭ অক্টোবরের পর থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে যেখানে যেভাবে কর্মসূচি দেবেন তা করতে পারবেন। কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা শুধু দেখেছি, সিইসি আমাদের যে কথা দিয়েছিলেন তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করেন, এলাকায় যদি গণসংযোগ করতে না পারি, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম বিশৃঙ্খলা হবে না, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে-তা আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগ বাধা দিলেও শান্ত থেকেই গণসংযোগ কর্মসূচি করতে হবে। কিন্তু এলাকায় ভোট চাইতে পারবো না, এলাকায় গণসংযোগ করতে পারবো না, তাহলে আমাদের সিইসির কার্যালয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না।

জাহাঙ্গীর বলেন, আপনারা দেখছেন, আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচিসহ নানাভাবে বাধা দিচ্ছে। তা সত্ত্বে আমারা যেখানে যাচ্ছি ধানের শীষের পক্ষে জনসমুদ্র হয়ে যাচ্ছে। শক্তি সামর্থ্য ও জনসমর্থন থাকার পরও আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সে পথেই আছি।

উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোট। এখান থেকেই গণতন্ত্রের যাত্রা, ভোটাধিকারের যাত্রা এবং বিএনপির বিজয়ের যাত্রা শুরু হবে।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিইসির কার্যালয়ে অবস্থানের হুমকি বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের

পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: আমরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন প্রচারণা চালাতে পারবো। কেউ বাধা দেবে না। কিন্তু আজকেও আমাদের প্রচারণার স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী পাল্টা কর্মসূচি দিয়ে প্রচারণা করতে দেয়নি।

এভাবে চলতে থাকলে সিইসির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। বললেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার পলওয়েল শপিং মলের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মিটিং করেছিলাম। তিনি আমাদের কথা দিয়েছিলেন ২৭ অক্টোবরের পর থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে যেখানে যেভাবে কর্মসূচি দেবেন তা করতে পারবেন। কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা শুধু দেখেছি, সিইসি আমাদের যে কথা দিয়েছিলেন তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করেন, এলাকায় যদি গণসংযোগ করতে না পারি, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম বিশৃঙ্খলা হবে না, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে-তা আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগ বাধা দিলেও শান্ত থেকেই গণসংযোগ কর্মসূচি করতে হবে। কিন্তু এলাকায় ভোট চাইতে পারবো না, এলাকায় গণসংযোগ করতে পারবো না, তাহলে আমাদের সিইসির কার্যালয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না।

জাহাঙ্গীর বলেন, আপনারা দেখছেন, আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচিসহ নানাভাবে বাধা দিচ্ছে। তা সত্ত্বে আমারা যেখানে যাচ্ছি ধানের শীষের পক্ষে জনসমুদ্র হয়ে যাচ্ছে। শক্তি সামর্থ্য ও জনসমর্থন থাকার পরও আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সে পথেই আছি।

উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে জাহাঙ্গীর বলেন, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোট। এখান থেকেই গণতন্ত্রের যাত্রা, ভোটাধিকারের যাত্রা এবং বিএনপির বিজয়ের যাত্রা শুরু হবে।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: