ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছরই ঢাকায় চালু হতে পারে পর্তুগাল দূতাবাস

  • পোস্ট হয়েছে : ৪৬ মিনিট আগে
  • 5

আমিরুল ইসলাম ,পর্তুগাল থেকে: ইউরোপীয় দেশ পর্তুগাল আগামী বছরই ঢাকায় চালু করতে পারে দূতাবাস। পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন বলেন, আমারা আশা করছি, আগামী বছর শুরু থেকে দূতাবাস না হোক একটি ভিসা অফিস চালু যেন করা হয় এ ব্যাপারে আশ্বাস দিয়েছে পর্তুগাল সরকার

পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টার পর্তুগাল আগমন উপলক্ষে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সভায় উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। পরে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশে পর্তুগালে স্থায়ী বা অস্থায়ী দূতাবাস স্থাপনের বিষয়টি। পর্তুগালে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগালের দূতাবাস নেই। উপদেষ্টার কাছে সবার দাবি ছিল, খুব তাড়াতাড়ি যেন বাংলাদেশিদের জন্য বাংলাদেশে একটি অস্থায়ী বিএফ এক্স বা দূতাবাস চালু করা হয় । এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান,পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রধান কর্মকর্তার বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস বা কনস্যুলার সেবা চালুর বিষয়ে দেশটি অধিক গুরুত্ব সহকারে কাজ করছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প‌ওলো রেন্জেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, এ বিষয়গুলো তিনি অবগত এবং পর্তুগিজ সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কবে নাগাদ বাংলাদেশে দূতাবাসের কার্যক্রম শুরু হবে– এ বিষয়ে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, কোনো দেশে দূতাবাস বা কনস্যুলার সেবা চালু করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনেক নিয়মকানুন অনুসরণ করতে হয়। এ বিষয়গুলো সম্পন্ন করেই পর্তুগাল পরবর্তী সময়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ, পর্তুগালে অনুষ্ঠিত জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি মঙ্গলবার পর্তুগাল ছাড়াও তুরস্ক ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/ ২৮ নভেম্বর/ রাফি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগামী বছরই ঢাকায় চালু হতে পারে পর্তুগাল দূতাবাস

পোস্ট হয়েছে : ৪৬ মিনিট আগে

আমিরুল ইসলাম ,পর্তুগাল থেকে: ইউরোপীয় দেশ পর্তুগাল আগামী বছরই ঢাকায় চালু করতে পারে দূতাবাস। পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন বলেন, আমারা আশা করছি, আগামী বছর শুরু থেকে দূতাবাস না হোক একটি ভিসা অফিস চালু যেন করা হয় এ ব্যাপারে আশ্বাস দিয়েছে পর্তুগাল সরকার

পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টার পর্তুগাল আগমন উপলক্ষে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সভায় উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। পরে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশে পর্তুগালে স্থায়ী বা অস্থায়ী দূতাবাস স্থাপনের বিষয়টি। পর্তুগালে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগালের দূতাবাস নেই। উপদেষ্টার কাছে সবার দাবি ছিল, খুব তাড়াতাড়ি যেন বাংলাদেশিদের জন্য বাংলাদেশে একটি অস্থায়ী বিএফ এক্স বা দূতাবাস চালু করা হয় । এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান,পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রধান কর্মকর্তার বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস বা কনস্যুলার সেবা চালুর বিষয়ে দেশটি অধিক গুরুত্ব সহকারে কাজ করছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প‌ওলো রেন্জেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, এ বিষয়গুলো তিনি অবগত এবং পর্তুগিজ সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কবে নাগাদ বাংলাদেশে দূতাবাসের কার্যক্রম শুরু হবে– এ বিষয়ে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, কোনো দেশে দূতাবাস বা কনস্যুলার সেবা চালু করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনেক নিয়মকানুন অনুসরণ করতে হয়। এ বিষয়গুলো সম্পন্ন করেই পর্তুগাল পরবর্তী সময়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ, পর্তুগালে অনুষ্ঠিত জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি মঙ্গলবার পর্তুগাল ছাড়াও তুরস্ক ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিজনেস আওয়ার/ ২৮ নভেম্বর/ রাফি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: