বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।স্টক ব্রোকারেজ
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৯৭ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৯ টাকা ৮০ পযসায়।স্টক ব্রোকারেজ
সপ্তাহজুড়ে লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৩ টাকা ৮০ পয়সায়।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নী সিস্টেমসের ৪৭ কোটি ৭১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৪৭ কোটি ৪৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ৪৫ কোটি ৫০ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৪২ কোটি ৯০ লাখ টাকা, বিচ হ্যাচারির ৪২ কোটি ৫৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা এবং ফাইন ফুডসের ৩৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/ ২৯ নভেম্বর/ এন এস