ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গুচ্ছ পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে না আসতে শিক্ষা উপদেষ্টার চিঠি

  • পোস্ট হয়েছে : ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: গুচ্ছ পরীক্ষা পদ্ধতির পক্ষে-বিপক্ষে নানা যুক্তি থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোকে এখনই এই পদ্ধতি থেকে বেরিয়ে না আসার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

আজ সোমবার (২ নভেম্বর) পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত বিষয়ে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি বলেন, বর্তমানে প্রচলিত গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে এলে উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে উপাচার্যদের মধ্যে আলোচনা হয়। দেখা গেছে যে গুচ্ছ পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। ভবিষ্যতে প্রয়োজনে এ পদ্ধতি সংশোধন করারও সুযোগ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে।

অভিভাবক ও ভর্তিচ্ছুদের পক্ষ থেকে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখতে স্মারকলিপি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে অনুরোধ করছি।

বিজনেস আওয়ার/ ০২ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গুচ্ছ পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে না আসতে শিক্ষা উপদেষ্টার চিঠি

পোস্ট হয়েছে : ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: গুচ্ছ পরীক্ষা পদ্ধতির পক্ষে-বিপক্ষে নানা যুক্তি থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোকে এখনই এই পদ্ধতি থেকে বেরিয়ে না আসার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

আজ সোমবার (২ নভেম্বর) পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত বিষয়ে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি বলেন, বর্তমানে প্রচলিত গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে এলে উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে উপাচার্যদের মধ্যে আলোচনা হয়। দেখা গেছে যে গুচ্ছ পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। ভবিষ্যতে প্রয়োজনে এ পদ্ধতি সংশোধন করারও সুযোগ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে।

অভিভাবক ও ভর্তিচ্ছুদের পক্ষ থেকে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখতে স্মারকলিপি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে অনুরোধ করছি।

বিজনেস আওয়ার/ ০২ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: