ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশচারী টম মহাসাগরের ভয়ংকর গর্তের মুখোমুখি

  • পোস্ট হয়েছে : ১৪ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার অভিনেতা টম ক্রুজ। মিশন ইম্পসিবল নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তার ফাঁকে এলো নতুন কাজের খবর। একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এর নাম ‘ডিপার’। ছবিটি পরিচালনা করবেন ডগ লিম্যান। এই খবরটি সম্প্রতি নিউ ইয়র্কে একটি স্ক্রীনিংয়ের সময় লিম্যান নিজে নিশ্চিত করেছেন।

এই পরিচালক জানান, তিনি একটি ভয়ঙ্কর সিনেমা তৈরি করতে যাচ্ছেন। এ সিনেমাটি নিয়ে খুব উত্তেজিত তিনি। ক্রুজকে পেয়ে আরও বেশি আনন্দিত বলেও জানান এই নির্মাতা।

তবে এ সিনেমাটি কবে নাগাদ শুটিংয়ে যাবে সেটা জানা যায়নি। এটি নির্মাতা লিম্যানের পরবর্তী প্রকল্প হবে কি না তাও নিশ্চিত নয়। হতে পারে তার আগে হয়তো তিনি অন্য পরিকল্পনাগুলো শেষ করবেন। ‘ডিপার’ বর্তমানে ওয়ার্নার ব্রোসের পরিকল্পনাধীন প্রকল্প হিসেবে আছে।

জানা গেছে, ‘ডিপার’ সিনেমাটি একজন মহাকাশচারীর গল্প। যিনি মহাসাগরের একটি গভীর ও অচেনা এক গর্তে ভয়ংকর শক্তির মুখোমুখি হন। এই সিনেমাটি নিয়ে প্রায় এক দশক ধরে কাজ করা হচ্ছে। প্রথমে ব্র্যাডলি কুপারের অভিনয়ের কথা ছিল। তবে বিভিন্ন পরিবর্তনের পর সিনেমাটির কাজ এগুয়নি।

যদি ‘ডিপার’ তৈরি হয় তবে এটি হবে টম ক্রুজ এবং ডগ লিম্যানের একসঙ্গে চতুর্থ কাজ। এর আগে এজ অফ টুমরো এবং আমেরিকান মেইড সিনেমাগুলোতে তারা একসঙ্গে কাজ করেছিলেন। এই দুইজন বর্তমানে একটি নাসাভিত্তিক সিনেমা তৈরিতে কাজ করছেন। যা মহাকাশে স্পেস-এক্স’র সহযোগিতায় শুটিং করা হবে।

টম ক্রুজ সম্প্রতি বেশ ব্যস্ত ১৯৯০ সালের সিনেমা ‘ডেজ অব থান্ডার’র সিক্যুয়েল নিয়ে। এ ছবিটি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই শুরু হতে পারে নির্মাণকাজ। ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং’র পরবর্তী সিক্যুয়েল হবে এটি। আগামী গ্রীষ্মে মুক্তি পাবার লক্ষে কাজ চলছে।

তার পর ক্রুজ একটি নতুন সিনেমায় কাজ করবেন যার পরিচালক আলেহান্দ্রো জি. ইনিয়ারিতু। এটিও নির্মাণ করবে ওয়ার্নার ব্রোস।

বিজনেস আওয়ার/ ০৪ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহাকাশচারী টম মহাসাগরের ভয়ংকর গর্তের মুখোমুখি

পোস্ট হয়েছে : ১৪ মিনিট আগে

বিনোদন ডেস্ক: হলিউডের সুপারস্টার অভিনেতা টম ক্রুজ। মিশন ইম্পসিবল নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তার ফাঁকে এলো নতুন কাজের খবর। একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এর নাম ‘ডিপার’। ছবিটি পরিচালনা করবেন ডগ লিম্যান। এই খবরটি সম্প্রতি নিউ ইয়র্কে একটি স্ক্রীনিংয়ের সময় লিম্যান নিজে নিশ্চিত করেছেন।

এই পরিচালক জানান, তিনি একটি ভয়ঙ্কর সিনেমা তৈরি করতে যাচ্ছেন। এ সিনেমাটি নিয়ে খুব উত্তেজিত তিনি। ক্রুজকে পেয়ে আরও বেশি আনন্দিত বলেও জানান এই নির্মাতা।

তবে এ সিনেমাটি কবে নাগাদ শুটিংয়ে যাবে সেটা জানা যায়নি। এটি নির্মাতা লিম্যানের পরবর্তী প্রকল্প হবে কি না তাও নিশ্চিত নয়। হতে পারে তার আগে হয়তো তিনি অন্য পরিকল্পনাগুলো শেষ করবেন। ‘ডিপার’ বর্তমানে ওয়ার্নার ব্রোসের পরিকল্পনাধীন প্রকল্প হিসেবে আছে।

জানা গেছে, ‘ডিপার’ সিনেমাটি একজন মহাকাশচারীর গল্প। যিনি মহাসাগরের একটি গভীর ও অচেনা এক গর্তে ভয়ংকর শক্তির মুখোমুখি হন। এই সিনেমাটি নিয়ে প্রায় এক দশক ধরে কাজ করা হচ্ছে। প্রথমে ব্র্যাডলি কুপারের অভিনয়ের কথা ছিল। তবে বিভিন্ন পরিবর্তনের পর সিনেমাটির কাজ এগুয়নি।

যদি ‘ডিপার’ তৈরি হয় তবে এটি হবে টম ক্রুজ এবং ডগ লিম্যানের একসঙ্গে চতুর্থ কাজ। এর আগে এজ অফ টুমরো এবং আমেরিকান মেইড সিনেমাগুলোতে তারা একসঙ্গে কাজ করেছিলেন। এই দুইজন বর্তমানে একটি নাসাভিত্তিক সিনেমা তৈরিতে কাজ করছেন। যা মহাকাশে স্পেস-এক্স’র সহযোগিতায় শুটিং করা হবে।

টম ক্রুজ সম্প্রতি বেশ ব্যস্ত ১৯৯০ সালের সিনেমা ‘ডেজ অব থান্ডার’র সিক্যুয়েল নিয়ে। এ ছবিটি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই শুরু হতে পারে নির্মাণকাজ। ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং’র পরবর্তী সিক্যুয়েল হবে এটি। আগামী গ্রীষ্মে মুক্তি পাবার লক্ষে কাজ চলছে।

তার পর ক্রুজ একটি নতুন সিনেমায় কাজ করবেন যার পরিচালক আলেহান্দ্রো জি. ইনিয়ারিতু। এটিও নির্মাণ করবে ওয়ার্নার ব্রোস।

বিজনেস আওয়ার/ ০৪ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: