বিনোদন ডেস্ক: শিল্পকলা একাডেমিতে শো বন্ধ করে দেওয়া সেই নাটকে যুক্ত হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। আসছে (৬ ডিসেম্বর) শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের পরপর দুটি প্রদর্শনী।
তৎকালীন শিল্পকলা একাডেমি প্রশাসনের বাধায় নাটক ও একটি আলোচনা সভা আয়োজন করেও সেটি করতে পারেনি তীরন্দাজ। এমনকি শিল্পকলায় নাটক মঞ্চায়নে তাদের ওপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। আট বছর এবার একই আয়োজন নিয়ে শিল্পকলায় ফিরছে তীরন্দাজ রেপার্টেরি। এই নাটকে যুক্ত হওয়া প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ বলেন, ‘এই নাটকে প্রাণীর প্রতি সহমর্মীতার একটা বার্তা আছে। প্রস্তাব দেওয়া মাত্র আমি রাজি হয়ে যাই। মাত্র চার দিন রিহার্সাল করার সুযোগ পেয়েছি। আজ টেকনিক্যাল শো আছে। নাটকের সঙ্গে টুগেদার উই ক্যানের একটি সাইলেন্ট পাপেট পারফরমেন্সও থাকবে।’
এর আগে ২০১৬ সালের ২০ জুলাই শিল্পকলা একাডেমিতে ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটক মঞ্চায়ন ও ‘বাকবিতণ্ডা ও বাহাস’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেই বাহাসে আলোচনা করার কথা ছিল তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
আসছে শুক্রবার নাটকের আগে আবারও ওই বাহাসের আয়োজন করা হয়েছে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য ওই বাহাসের শিরোনাম ‘বাগবিতণ্ডা’। বাগবিতণ্ডার বিষয়, ‘যোগ্য স্বৈরাচারকে বিরোধীতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের অগ্রযাত্রা সুগম হয়’। যোগ্য স্বৈরাচারের পক্ষে উকালতি করবেন অভিনেতা ও নির্দেশক দীপক সুমন, অন্যদিকে বিরোধীতা করবেন আনু মুহাম্মদ। বাহাসটিতে যোগ দিতে পারবেন যে কেউ। বাহাসের পর দর্শনীর বিনিময়ে দেখা যাবে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। ওই দিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একটি বিকেল ৫টা ৩০ মিনিটে, পরেরটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
নাটকে দেখা যাবে, একজন আগন্তুকের কণ্ঠনালিতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সেটা বের করতে চান অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান। সেটা জানার পর স্থান-কাল-পাত্রের সব যুক্তি ভেঙে এই আগন্তুক মধ্যবিত্ত জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ান। পরম বাস্তবতা, পরাবাস্তবতা এবং অস্তিত্ববাদের সংকট, সংঘর্ষ ও মিলনের গল্প জানা যায় কণ্ঠনালিতে সূর্য নাটকে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন শায়র নিয়োগী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, যোশীয় জয়দেব দাস, রমিন মজুমদার, নিশান সিয়াম ও দীপক সুমন।
বিজনেস আওয়ার/ ০৪ ডিসেম্বর / রানা