ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র লিভারপুলের

  • পোস্ট হয়েছে : ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 79

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

বুধবার ৩৫ মিনিটে আলেক্সান্ডার আইস্যাকের গোলে প্রথমে লিড নেয় নিউক্যাসেল। বিরতির আগে এই শোধ করতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। গোল করেন কার্টিস জোনস। ইংলিশ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন সালাহ।

১২ মিনিট পর আবারও এগিয়ে যায় নিউক্যাসেল। এবার স্বাগতিক দলের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। থ্রো বলে ইংলিশ উইঙ্গারকে অ্যাসিস্ট করেন আইস্যাক।

লিভারপুল ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার জোড়া গোল করেন সালাহ। মিশরীয় সুপারস্টারের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তখন মনে হয়েছে, আরও একটি জয় পেতে যাচ্ছে আর্নে স্লটের দল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারায় অলরেডরা।

নিউক্যাসেলের হয়ে ৯০ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান শার। এতে শেষ বাঁশি বেজে ওঠার আগে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ঠ হতে হয় দুই দলকে।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বরাবরেই মতো শীর্ষে আছে লিভারপুল। এখনো দ্বিতীয় স্থানে থাকা চেলসি থেকে ৭ পয়েন্ট বেশি অলরেডদের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে আছে নিউক্যাসেল।

বিজনেস আওয়ার/ ০৫ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র লিভারপুলের

পোস্ট হয়েছে : ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

বুধবার ৩৫ মিনিটে আলেক্সান্ডার আইস্যাকের গোলে প্রথমে লিড নেয় নিউক্যাসেল। বিরতির আগে এই শোধ করতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। গোল করেন কার্টিস জোনস। ইংলিশ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন সালাহ।

১২ মিনিট পর আবারও এগিয়ে যায় নিউক্যাসেল। এবার স্বাগতিক দলের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। থ্রো বলে ইংলিশ উইঙ্গারকে অ্যাসিস্ট করেন আইস্যাক।

লিভারপুল ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার জোড়া গোল করেন সালাহ। মিশরীয় সুপারস্টারের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তখন মনে হয়েছে, আরও একটি জয় পেতে যাচ্ছে আর্নে স্লটের দল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারায় অলরেডরা।

নিউক্যাসেলের হয়ে ৯০ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান শার। এতে শেষ বাঁশি বেজে ওঠার আগে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ঠ হতে হয় দুই দলকে।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বরাবরেই মতো শীর্ষে আছে লিভারপুল। এখনো দ্বিতীয় স্থানে থাকা চেলসি থেকে ৭ পয়েন্ট বেশি অলরেডদের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে আছে নিউক্যাসেল।

বিজনেস আওয়ার/ ০৫ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: