ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাক্টিভ ফাইনের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত

  • পোস্ট হয়েছে : ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 20

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা, উপ-পরিচালক মোঃ নানু ভূঁইয়া এবং সহকারী পরিচালক একেএম ফারুক আলম।

কমিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিএসইসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে র্নিদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসি কর্মকর্তারা বলছেন, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ না করা, কোম্পানির আর্থিক বিবরণীতে নিরীক্ষকের মতামত না নেওয়া, নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা, বার্ষিক সাধারণ সভার আয়োজন না করা এবং আর্থিক কর্মক্ষমতায় উল্লেখযোগ্য পতন।স্টক ব্রোকারেজ

তদন্ত কমিটি কোম্পানিটির গত পাঁচ বছরে আর্থিক প্রতিবেদন পরীক্ষা করবে। পাশাপাশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড কম দেওয়ার কারণ অনুসন্ধান করবে।

উল্লেখ্য, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ২০২৩ সালের এপ্রিল থেকে কোনো আর্থিক প্রকাশ প্রকাশ করছে না। ফলে বিনিয়োগকারীরা কোম্পানিটির সার্বিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে রয়েছে।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২১ সালে দিয়েছিল ০.৫০ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড। এর আগে ২০১৯ সালে দিয়েছিল ২ শতাংশ ক্যাশ, ২০১৮ সালে ২০ শতাংশ বোনাস, ২০১৭ সালে ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

বিজনেস আওয়ার/ ০৫ ডিসেম্বর/ এন এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অ্যাক্টিভ ফাইনের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত

পোস্ট হয়েছে : ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা, উপ-পরিচালক মোঃ নানু ভূঁইয়া এবং সহকারী পরিচালক একেএম ফারুক আলম।

কমিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিএসইসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে র্নিদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসি কর্মকর্তারা বলছেন, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ না করা, কোম্পানির আর্থিক বিবরণীতে নিরীক্ষকের মতামত না নেওয়া, নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা, বার্ষিক সাধারণ সভার আয়োজন না করা এবং আর্থিক কর্মক্ষমতায় উল্লেখযোগ্য পতন।স্টক ব্রোকারেজ

তদন্ত কমিটি কোম্পানিটির গত পাঁচ বছরে আর্থিক প্রতিবেদন পরীক্ষা করবে। পাশাপাশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড কম দেওয়ার কারণ অনুসন্ধান করবে।

উল্লেখ্য, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ২০২৩ সালের এপ্রিল থেকে কোনো আর্থিক প্রকাশ প্রকাশ করছে না। ফলে বিনিয়োগকারীরা কোম্পানিটির সার্বিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে রয়েছে।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২১ সালে দিয়েছিল ০.৫০ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড। এর আগে ২০১৯ সালে দিয়েছিল ২ শতাংশ ক্যাশ, ২০১৮ সালে ২০ শতাংশ বোনাস, ২০১৭ সালে ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

বিজনেস আওয়ার/ ০৫ ডিসেম্বর/ এন এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: