স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে প্যারিসের দলটি। অথচ এবার ইউরোপ সেরার লড়াই গ্রুপ পর্বেই তারা আছে নানান সংকটে। দুই ম্যাচে এক হার, এক জয়। আরবি লাইপজিগের বিপক্ষে হারলে বাড়বে গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা।
অথচ গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সাবেক মোনাকো তারকা। তিনি তাই লাইপজিগের বিপক্ষে খেলতে পারবেন না। দলের ফুটবলারদের ফিটনেস আপডেট দিয়ে পিএসজি তাদের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
পিএসজি জানিয়েছে, এমবাপ্পে তার ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তিনি তাই জার্মান সফরে যেতে পারছেন না। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তারপর বোঝা যাবে সে কতটা ফিট।
এর আগে ইনজুরিতে পড়ে আন্তর্জাতিক বিরতি পর্যন্ত মাঠের বাইরে ছিটকে গেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আগামী ১৪ ও ১৮ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে ব্রাজিলের। তার আগে পিএসজির জার্সিতে ফেরা হবে না নেইমারের।
এছাড়া পিএসজির সাবেক ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দিও ইনজুরিতে মাঠের বাইরে। ইনজুরির কারণে চলতি মাসে মাঠে নামার সম্ভাবনা নেই প্যারিসিয়ানদের মিডফিল্ডের বড় ভরসা মার্কো ভেরাত্তির। ইনজুরিতে মাঠের বাইরে জার্মান ফরোয়ার্ড জুলিয়ান ড্রাক্সলারও।
বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২০/এ