ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

  • পোস্ট হয়েছে : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক (কুষ্টিয়া): কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতা’হতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি অ‌্যাম্বুলেন্স লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছালে বিএডিসির পণ‌্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী সুস্থ করে অ্যাম্বুলেন্সযোগে নড়াইলের নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিএডিসির বীজবাহী ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

পোস্ট হয়েছে : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (কুষ্টিয়া): কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতা’হতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি অ‌্যাম্বুলেন্স লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছালে বিএডিসির পণ‌্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী সুস্থ করে অ্যাম্বুলেন্সযোগে নড়াইলের নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিএডিসির বীজবাহী ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: