স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালে সোদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সাথে অন্য দুটি দল হলো- হংকং চায়না ও সিঙ্গাপুর।
সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর মার্চে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২৪টি দলকে ৬টি গ্রুপ ভাগ করে ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছিল পট-৪ এ। প্রথমে পট-৩ থেকে বাংলাদেশের গ্রুপ এসেছে সিঙ্গাপুর, পট-২ থেকে হংকং এবং পট-১ থেকে আসে ভারত। এশিয়ান কাপ ফুটবল, বাছাইপর্বে একই গ্রুপে বাংলাদেশ-ভারত
কাতার বিশ্বকাপ বাছাইপর্বেও বাংলাদেশ গ্রুপে ছিল ভারত। কলকাতায় অ্যাওয়ে ম্যাচ ১-১ গোলে ড্র হলেও দোহায় বাংলাদেশ হেরে যায় ২-০ গোলে।
বিজনেস আওয়ার/ ০৯ ডিসেম্বর / রানা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: