ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যার পর ঢাবিতে জোরে মাইক বাজানো নিষিদ্ধ

  • পোস্ট হয়েছে : ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 18

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় জোরে মাইক বাজিয়ে যে কোনও অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে গান বাজানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনও অনুষ্ঠান করা যাবে না।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি এলাকায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও প্রোগ্রাম হয়ে থাকে। সেখানে সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়। এতে করে পার্শ্ববর্তী নারী শিক্ষার্থীদের দুটি হলের (শামসুন্নাহার, রোকেয়া) ছাত্রীরা পড়ায় মনোযোগ দিতে ব্যর্থ হয়। ফলে আজ (রবিবার) রাত পৌনে দশটার দিকে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীরা গান বাজিয়ে প্রতিবাদ জানান৷ লিখিত সমাধান দেওয়ার পর রাত সোয়া এগারোটার দিকে তারা নিজ নিজ হলে ফিরে যান।

বিজনেস আওয়ার/ ১০ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সন্ধ্যার পর ঢাবিতে জোরে মাইক বাজানো নিষিদ্ধ

পোস্ট হয়েছে : ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় জোরে মাইক বাজিয়ে যে কোনও অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে গান বাজানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনও অনুষ্ঠান করা যাবে না।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি এলাকায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও প্রোগ্রাম হয়ে থাকে। সেখানে সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়। এতে করে পার্শ্ববর্তী নারী শিক্ষার্থীদের দুটি হলের (শামসুন্নাহার, রোকেয়া) ছাত্রীরা পড়ায় মনোযোগ দিতে ব্যর্থ হয়। ফলে আজ (রবিবার) রাত পৌনে দশটার দিকে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীরা গান বাজিয়ে প্রতিবাদ জানান৷ লিখিত সমাধান দেওয়ার পর রাত সোয়া এগারোটার দিকে তারা নিজ নিজ হলে ফিরে যান।

বিজনেস আওয়ার/ ১০ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: