স্পোর্টস ডেস্ক: আইপিএল শেষেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অলরাউন্ডার অলরাউন্ডার শেন ওয়াটসন। এর আগে ২০১৫ সালে সাদা পোষাকের ক্রিকেটকে বিদায় দিয়েছিলেন, আর এরপরের বছর অর্থাৎ ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিয়েছিলেন অবসর।
তবে সে সময় জানিয়েছিলেন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন। এরপর টানা চার বছর বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে অবশেষে ২০২০ সালের আইপিএলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন শেন ওয়াটসন। নিজের ইউটিউব চ্যানেলে শেন ওয়াটসন তার অবসরের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এখনই আমার কাছে সঠিক সময় মনে হয়েছে। আমি আমার ভালোবাসার দল চেন্নাই সুপার কিংসের হয়ে আমার শেষ ম্যাচটি খেলে ফেলেছি। আমি ৩৯ বছর বয়সে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমার মনে হচ্ছে আমি অনেক দূর এসেছি। আর নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আমার।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৯টি টেস্ট, ১৯০টি ওডিআই এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও অসংখ্যা ম্যাচ খেলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৭ এবং ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি। আর ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এই কিংবদন্তি অলরাউন্ডার। ২০০৮ সালে রাজস্থানকে প্রথম আইপিএলের শিরোপা জেতাতে বড় ভুমিকা রাখেন ওয়াটসন।
বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২০/এ