বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৮ শতাংশ। আর ৯ দশমিক ৬২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ৫ দশমিক ৮১ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৬৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৪০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫ দশমিক ০৫ শতাংশ এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৭২ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/ ১১ ডিসেম্বর / এ এইচ