বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিটের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে ২০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত ৩ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
এস্কয়ার নিট কম্পোজিটের ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ১.৯৭ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ২৬ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ৭৯১ টাকা। এরমধ্য থেকে ১৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ২০ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৯ টাকা বিতরন করা হবে।
১৩৪ কোটি ৮৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এস্কয়ার নিট কম্পোজিটে ৪৩১ কোটি ৮ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার (০৩ নভেম্বর) এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার দর দাড়িঁয়েছে ২৯.৪০ টাকায়।
বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এস