ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আটালান্টার জালে লিভারপুলের গোল উৎসব

  • পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • 71

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল অল রেডরা। তৃতীয় ম্যাচে আটালান্টার আতিথ্য নেয় লিভারপুল। এদিন নিজের প্রথম হ্যাটট্রিক করেন ডিয়েগো জোটা। আর শেষ পর্যন্ত লিভারপুল ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আটালান্টার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম ফুটবলে শুরু করে লিভারপুল। যার ফল মেলে ম্যাচের ১৬ মিনিটেই। ডিয়েগো জোটা প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুতেই নামের পাশে আরও এক গোল যোগ করেন জোটা। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় অল রেডরা।

বিরতি থেকে ফিরে মাত্র ৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে লিভারপুল। শুরুটা করেন মোহাম্মদ সালাহ আর শেষ টানেন ডিয়েগো জোটা হ্যাটট্রিকের মধ্য দিয়ে। ৪৭ মিনিটে কার্টিস জোন্সের বল মধ্যমাঠে পেয়ে যান মোহাম্মদ সালাহ, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে একাই বল টেনে নিয়ে আটালান্টার জালে জড়ান।

এর মিনিট দুই পরে সাদিও মানে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে।তবে তখনও জোটার হ্যাটট্রিক বাকি রয়েছে। ম্যাচের ৫৪ মিনিটে আটলান্টার জালে বল পাঠিয়ে দেন জোটা। লিভারপুল এগিয়ে যায় ৫-০ গোলে আর জোটা পেয়ে যান চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম হ্যাটট্রিক।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আটালান্টার জালে লিভারপুলের গোল উৎসব

পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল অল রেডরা। তৃতীয় ম্যাচে আটালান্টার আতিথ্য নেয় লিভারপুল। এদিন নিজের প্রথম হ্যাটট্রিক করেন ডিয়েগো জোটা। আর শেষ পর্যন্ত লিভারপুল ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আটালান্টার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম ফুটবলে শুরু করে লিভারপুল। যার ফল মেলে ম্যাচের ১৬ মিনিটেই। ডিয়েগো জোটা প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুতেই নামের পাশে আরও এক গোল যোগ করেন জোটা। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় অল রেডরা।

বিরতি থেকে ফিরে মাত্র ৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে লিভারপুল। শুরুটা করেন মোহাম্মদ সালাহ আর শেষ টানেন ডিয়েগো জোটা হ্যাটট্রিকের মধ্য দিয়ে। ৪৭ মিনিটে কার্টিস জোন্সের বল মধ্যমাঠে পেয়ে যান মোহাম্মদ সালাহ, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে একাই বল টেনে নিয়ে আটালান্টার জালে জড়ান।

এর মিনিট দুই পরে সাদিও মানে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে।তবে তখনও জোটার হ্যাটট্রিক বাকি রয়েছে। ম্যাচের ৫৪ মিনিটে আটলান্টার জালে বল পাঠিয়ে দেন জোটা। লিভারপুল এগিয়ে যায় ৫-০ গোলে আর জোটা পেয়ে যান চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম হ্যাটট্রিক।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: