ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • পোস্ট হয়েছে : ২৯ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দু’জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ঝোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও ভালাইপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন।

আহতরা জানান, জহুরুল ইসলাম ভালাইপুর বাজারে চালের ব্যবসা করেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। রাজনৈতিক পূর্ব বিরোধ চলছিল স্থানীয় দুটি গ্রুপের মধ্যে। এরই জের ধরে বুধবার বিকেলে জহুরুল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পাশে থাকা সাব্বির হোসেন নামের এক যুবক ঠেকাতে এলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ জানান, আহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ভালাইপুরের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।

বিজনেস আওয়ার/ ১৯ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

পোস্ট হয়েছে : ২৯ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দু’জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ঝোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও ভালাইপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন।

আহতরা জানান, জহুরুল ইসলাম ভালাইপুর বাজারে চালের ব্যবসা করেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। রাজনৈতিক পূর্ব বিরোধ চলছিল স্থানীয় দুটি গ্রুপের মধ্যে। এরই জের ধরে বুধবার বিকেলে জহুরুল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পাশে থাকা সাব্বির হোসেন নামের এক যুবক ঠেকাতে এলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ জানান, আহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, ভালাইপুরের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।

বিজনেস আওয়ার/ ১৯ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: