ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাল মানিকগঞ্জে যাবে ‘খনা’

  • পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্ক: বহু আগের কথা। তখন তথ্য প্রযুক্তির প্রসার ঘটেনি। কবে রোদ হবে, কবে বৃষ্টি হবে, কখন ফসল বুনলে গোলা ভরবে বা কখন অনাহারে কাটবে দিন, তা গ্রামে প্রৌঢ় মানুষজন বলে দিতেন। কারণ, তারা জানতেন খনার বচন।

সিংহলের রাজকন্যা এই খনা। তার আরেক নাম লীলাবতী। তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। তার বলে যাওয়া বাণীগুলোই খনার বচন নামে প্রসিদ্ধ হয়েছে। খনার সেই উপকথাকে নাট্যরূপ দিয়ে নাট্যদল বটতলা প্রথম মঞ্চে আনে ২০১০ সালের ৯ মার্চ। বহুদিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এ নাট্যদল মঞ্চস্থ করে আসছে নাটকটি। যার নাম ‘খনা’।

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বটতলার তৃতীয় প্রযোজনা এটি।

নাট্যদল বটতলা থেকে জানানো হয়েছে, এ নাটকটির ৮৯তম মঞ্চায়ন হবে আগামীকাল ২০ ডিসেম্বর, মানিকগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ‌‘বিজয়ের উৎসব’-এর আওতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ কর্তৃক আয়োজিত ‘জননাট্য ২০২৪-২০২৫’ কর্মসূচীর অংশ হিসেবে প্রদর্শিত হবে ‘খনা’।

নির্দেশকের ভাষায়, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে- তার বড় প্রমাণ দেবে এই নাটক। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে- নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারায়।

২০১০ সালের ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র দর্শকের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৮৮টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে বহু প্রশংসায় ঋদ্ধ হয়েছে। শিল্পকলা একাডেমির আমন্ত্রণে মানিকগঞ্জের দর্শকদের সামনে নাটকটি মঞ্চায়নের উদ্যোগে বটতলা দারুণভাবে অনুপ্রাণিত।

বিজনেস আওয়ার/ ১৯ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাল মানিকগঞ্জে যাবে ‘খনা’

পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে

বিনোদন ডেস্ক: বহু আগের কথা। তখন তথ্য প্রযুক্তির প্রসার ঘটেনি। কবে রোদ হবে, কবে বৃষ্টি হবে, কখন ফসল বুনলে গোলা ভরবে বা কখন অনাহারে কাটবে দিন, তা গ্রামে প্রৌঢ় মানুষজন বলে দিতেন। কারণ, তারা জানতেন খনার বচন।

সিংহলের রাজকন্যা এই খনা। তার আরেক নাম লীলাবতী। তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। তার বলে যাওয়া বাণীগুলোই খনার বচন নামে প্রসিদ্ধ হয়েছে। খনার সেই উপকথাকে নাট্যরূপ দিয়ে নাট্যদল বটতলা প্রথম মঞ্চে আনে ২০১০ সালের ৯ মার্চ। বহুদিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এ নাট্যদল মঞ্চস্থ করে আসছে নাটকটি। যার নাম ‘খনা’।

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বটতলার তৃতীয় প্রযোজনা এটি।

নাট্যদল বটতলা থেকে জানানো হয়েছে, এ নাটকটির ৮৯তম মঞ্চায়ন হবে আগামীকাল ২০ ডিসেম্বর, মানিকগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ‌‘বিজয়ের উৎসব’-এর আওতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ কর্তৃক আয়োজিত ‘জননাট্য ২০২৪-২০২৫’ কর্মসূচীর অংশ হিসেবে প্রদর্শিত হবে ‘খনা’।

নির্দেশকের ভাষায়, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে- তার বড় প্রমাণ দেবে এই নাটক। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে- নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারায়।

২০১০ সালের ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র দর্শকের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৮৮টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে বহু প্রশংসায় ঋদ্ধ হয়েছে। শিল্পকলা একাডেমির আমন্ত্রণে মানিকগঞ্জের দর্শকদের সামনে নাটকটি মঞ্চায়নের উদ্যোগে বটতলা দারুণভাবে অনুপ্রাণিত।

বিজনেস আওয়ার/ ১৯ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: