ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারকে হারিয়ে প্রথম জয় রিয়ালের

  • পোস্ট হয়েছে : ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • 28

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং রদ্রিগো।

মঙ্গলবার রাতে ইন্টার মিলানকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচের ২৫ মিনিটেই দলকে এগয়ে নেন করিম বেনজেমা। প্রথম গোলের পর মরিয়া হয়ে ওঠে রিয়াল, গোলের ক্ষুধা পেয়ে বসে লস ব্ল্যাঙ্কোসদের। তবে অপেক্ষা করতে হয় ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুনো পর্যন্ত।

ম্যাচের ৩৩ মিনিটে ইন্টারের জালে বল জড়ান সার্জিও রামোস আর রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। ৩৫ মিনিটের মাথায় লটারো মার্টিনেজ গোল করে ব্যবধান ২-০ থেকে ২-১ করেন।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পেতে শুরু করে ইন্টার মিলান। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ান ইভান পেরিসিচ। আর তাতেই ২-২ গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় টনি ক্রুসের বদলি হিসেবে লুকা মদ্রিচ মাঠে নেমেই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেন।

তার নামার মিনিট দুই পরে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান এক পাস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-২ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে রিয়াল।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইন্টারকে হারিয়ে প্রথম জয় রিয়ালের

পোস্ট হয়েছে : ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং রদ্রিগো।

মঙ্গলবার রাতে ইন্টার মিলানকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচের ২৫ মিনিটেই দলকে এগয়ে নেন করিম বেনজেমা। প্রথম গোলের পর মরিয়া হয়ে ওঠে রিয়াল, গোলের ক্ষুধা পেয়ে বসে লস ব্ল্যাঙ্কোসদের। তবে অপেক্ষা করতে হয় ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুনো পর্যন্ত।

ম্যাচের ৩৩ মিনিটে ইন্টারের জালে বল জড়ান সার্জিও রামোস আর রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। ৩৫ মিনিটের মাথায় লটারো মার্টিনেজ গোল করে ব্যবধান ২-০ থেকে ২-১ করেন।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পেতে শুরু করে ইন্টার মিলান। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ান ইভান পেরিসিচ। আর তাতেই ২-২ গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় টনি ক্রুসের বদলি হিসেবে লুকা মদ্রিচ মাঠে নেমেই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেন।

তার নামার মিনিট দুই পরে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান এক পাস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-২ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে রিয়াল।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: