স্পোর্টস ডেস্ক : সালজবুর্গের বিপক্ষের ম্যাচের শুরুটা চ্যাম্পিয়নদের মতো হয়নি বায়ার্নের। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে ট্রেবল জয়ীরা। তবে অপেক্ষা কেবল ১৭ মিনিটের! ম্যাচের ২১ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান রবার্ট লেভান্ডোফস্কি।
প্রথমার্ধের খেলা শেষের ঠিক আগ মুহূর্তে রাস্মাস ক্রিস্টেনস্কের আত্মঘাতি গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় বায়ার্ন। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে সালজবুর্গ। ম্যাচের ৬৬ মিনিটে মাসায়া অকুগাওয়ার গোল সমতায় ফেরে সালজবুর্গ।
তবে ম্যাচে সমতায় ফেরাটাই যেন কাল হয়ে দাঁড়ায় অস্ট্রিয়ান ক্লাবটির জন্য। ২-২ গোলে সমতায় থাকাটা যেন কিছুতেই মেনে নিতে পারেনি বাভারিয়ানরা। তাই তো ম্যাচের শেষ ১০ মিনিটে রুদ্রমূর্তি রূপ ধারণ করে বায়ার্ন।
ম্যাচের ৭৯ মিনিটে জেরোমে বোয়েটেং গোল করে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। এর মাত্র চার মিনিট পর লেরয় সানে গোল করলে ৪-২ গোলের লিড পায় বায়ার্ন। গোলের ক্ষুধায় মত্ত বায়ার্ন ৮৮ মিনিটে আরও এক গোল পায়। এবার গোলদাতা লেভান্ডোফস্কি।
খেলা তখন প্রায় শেষের পথে, রেফারি বারবার ঘড়ি দেখছেন; তবে তখনও বায়ার্নের গোল করার ক্ষুধা একচুলও কমেনি। ম্যাচের ৯২তম মিনিটে এসে লুকাস হার্নান্দেজ দুর্দান্ত এক গোল করলে ৬-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্নের। আর তাতেই গ্রুপ পর্বে বাভারিয়ানদের তৃতীয় জয় নিশ্চিত হয়।
বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২০/এ