ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি

  • পোস্ট হয়েছে : এক ঘন্টা আগে
  • 2

বিজনেস আওয়ার ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা প্রদেশে মাআরিয়া গ্রামে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মাহের আল-হুসেইন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদরত অবস্থায় আল-হুসেইন পায়ে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বিক্ষোভকারীদের তাদের অবস্থান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একপর্যায়ে পরিস্থিতি হুমকিপূর্ণ হয়ে উঠলে ‘নিয়ম মেনে’ তারা ব্যবস্থা নেয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ চলাকালে একটি হুমকি শনাক্ত করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এতে একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল-জাজিরা ব্যারাক থেকে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা বিদ্যমান। জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা এই অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েছে।

এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার ইসরায়েলের সামরিক কার্যক্রম নিয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো অনিশ্চিত। নতুন সরকারপ্রধান হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা (আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত) এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

সরকারের মুখপাত্র ওবাইদ আর্নাউট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা মনে করছে, পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে। তবে আমাদের প্রধান লক্ষ্য হলো দেশকে বহিরাগত হুমকি থেকে সুরক্ষিত রাখা।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/ ২১ ডিসেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরিয়ায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি

পোস্ট হয়েছে : এক ঘন্টা আগে

বিজনেস আওয়ার ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা প্রদেশে মাআরিয়া গ্রামে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মাহের আল-হুসেইন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদরত অবস্থায় আল-হুসেইন পায়ে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বিক্ষোভকারীদের তাদের অবস্থান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একপর্যায়ে পরিস্থিতি হুমকিপূর্ণ হয়ে উঠলে ‘নিয়ম মেনে’ তারা ব্যবস্থা নেয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ চলাকালে একটি হুমকি শনাক্ত করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এতে একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল-জাজিরা ব্যারাক থেকে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা বিদ্যমান। জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা এই অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েছে।

এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার ইসরায়েলের সামরিক কার্যক্রম নিয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো অনিশ্চিত। নতুন সরকারপ্রধান হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা (আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত) এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

সরকারের মুখপাত্র ওবাইদ আর্নাউট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা মনে করছে, পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে। তবে আমাদের প্রধান লক্ষ্য হলো দেশকে বহিরাগত হুমকি থেকে সুরক্ষিত রাখা।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/ ২১ ডিসেম্বর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: