বিনোদন ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসবেন নাটকের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তারা সম্প্রতি কাজ করেছেন তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’নামের নাটকে। এটি প্রচার হবে ২০২৫ সালের ১ জানুয়ারি।
বিনোদন সাংবাদিক ও জনপ্রিয় তরুণ সাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। পাশাপাশি অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এই নাটকটি তেমনই। আশা করছি, সবার ভালো লাগবে।’
নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছেন জোভান। তিনি বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।’
নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
বিজনেস আওয়ার/ ২৫ ডিসেম্বর / রানা