বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানায় নিয়োগ পাওয়া ওই কর্মকর্তার নাম তাসলিমা আক্তার। তিনি সাবেক ওসি এরশাদ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। তাসলিমা আক্তার এর আগে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজনেস আওয়ার/ ২৬ ডিসেম্বর / রহমান
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: