বিনোদন ডেস্ক: বলিউডের দুই সুপারস্টার সালমান-শাহরুখ খান অভিনীত ‘করণ অর্জুন’ সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন হৃতিক রোশন। এরপর তিনি সালমানের সাথে প্রশিক্ষণ নিয়ে ‘কাহো না প্যায়ার হে’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
তখন থেকেই দর্শকরা হৃতিক রোশন এবং সালমান খানকে একসাথে পর্দায় দেখতে চেয়েছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান-হৃতিক।
পিঙ্কভিলা বলছে, তবে কোনো সিনেমায় নয়, দুই তারকাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে একটি অ্যাকশন-প্যাকড বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর, যিনি সালমানকে নিয়ে সুলতান, টাইগার জিন্দা হ্যায় এবং ভারত সিনেমাগুলো তৈরি করেছেন। জানা গেছে, বিজ্ঞাপনটি একটি বড় ব্র্যান্ডের জন্য তৈরি হচ্ছে। শিগগিরই এটি দর্শকদের জন্য প্রকাশ্যে আসবে।
সূত্রটি আরও জানায়, এই বিজ্ঞাপনের শুটিং হবে মুম্বাইয়ে। তবে আন্তর্জাতিক লোকেশনগুলো থেকে ভিএফএক্স প্লেট নিয়ে চোখ ধাঁধানো কিছু দৃশ্য দেখা যাবে এতে। আশা করা হচ্ছে, এই বিজ্ঞাপনটি ভবিষ্যতে এক সিনেমায় সালমান-হৃতিকের কাজ করার সম্ভাবনাকে পথ দেখাবে।
বিজনেস আওয়ার/ ২৬ ডিসেম্বর / রানা