স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় কন্যাসন্তানের প্রত্যাশা করছেন বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমার জুনিয়র এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্ডি। বিয়ানকার্ডি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি শেয়ার করেছেন।
নেইমার-ব্রুনা দম্পতির এর আগেও একটি মেয়ে রয়েছে, যার নাম মাভি। বয়স এক বছর। নতুন অতিথির আগমনের সঙ্গে এটি নেইমারের চতুর্থ সন্তান হতে যাচ্ছে।
বিখ্যাত কলামিস্ট লিও ডায়াসের প্রতিবেদন অনুসারে, নেইমার ও ব্রুনা বিয়ানকার্ডি বুধবার রাতে (২৫ ডিসেম্বর) রিও ডি জেনেইরোর মাংগারাতিবা এলাকায় একটি জেন্ডার রিভিল পার্টির আয়োজন করেন।
বিয়ানকার্ডি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, ‘ আমরা জীবনের এক সুন্দর পর্বে রয়েছি এবং এই আনন্দঘন মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। তিনি (ঈশ্বর) আবারও আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন এবং আমাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করেছেন! স্বাগত, ছোট্ট মেয়ে!’
এদিকে, নেইমার বর্তমানে তার ইনজুরি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি। এর ফলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে। তবে নেইমার পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং তিনি দ্রুতই মাঠে ফিরতে চান।
ব্রাজিলিয়ান তারকার ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিবার থেকে পাওয়া মানসিক সমর্থন তাকে ইনজুরি থেকে সুস্থ হতে এবং খেলার প্রতি আরও উৎসাহী হতে সাহায্য করছে। নেইমার নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘ফুটবলে ফিরে আসার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আমার পরিবার ও ভক্তদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।’নেইমার ও বিয়ানকার্ডির পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে তাদের ভক্তরা শুভকামনা জানাচ্ছেন।
বিজনেস আওয়ার/ ২৬ ডিসেম্বর / রানা