ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নববর্ষে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

  • পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 8

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন নতুন বছরে নতুন রূপে ফিরছেন। এর কারণ হচ্ছে তার শিশুকন্যা। পুরোনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকে ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। আল্লুও এর ব্যতিক্রম নন।

বিগত বছরে যা যা অভাব রয়ে গিয়েছে, তা পূরণের স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি মানুষ। সবার মতো নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার কাজের পাল্লা ভারী করতে চান এ অভিনেতা। তবে অল্পসংখ্যক মানুষ তাদের চাওয়া পূরণ করতে সক্ষম হন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন।

আল্লু অর্জুনও নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন। তবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে। ‘পুষ্পা-২’ মুক্তির পরেই। আল্লু এ প্রসঙ্গে জানিয়েছিলেন, সিনেমার কারণে দাড়িগোঁফে মুখ ঢেকে গেছে। যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে।

সিনেমা মুক্তির পর সে কথা জানিয়ে নায়ক বলেছিলেন, ‘দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না।’ বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। ৫ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে যাচ্ছেন।

আল্লুর এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে সবার প্রিয় এই অভিনেতাকে-তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

বিজনেস আওয়ার/ ৩১ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নববর্ষে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন নতুন বছরে নতুন রূপে ফিরছেন। এর কারণ হচ্ছে তার শিশুকন্যা। পুরোনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকে ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। আল্লুও এর ব্যতিক্রম নন।

বিগত বছরে যা যা অভাব রয়ে গিয়েছে, তা পূরণের স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি মানুষ। সবার মতো নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার কাজের পাল্লা ভারী করতে চান এ অভিনেতা। তবে অল্পসংখ্যক মানুষ তাদের চাওয়া পূরণ করতে সক্ষম হন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন।

আল্লু অর্জুনও নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন। তবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে। ‘পুষ্পা-২’ মুক্তির পরেই। আল্লু এ প্রসঙ্গে জানিয়েছিলেন, সিনেমার কারণে দাড়িগোঁফে মুখ ঢেকে গেছে। যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে।

সিনেমা মুক্তির পর সে কথা জানিয়ে নায়ক বলেছিলেন, ‘দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না।’ বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। ৫ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে যাচ্ছেন।

আল্লুর এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে সবার প্রিয় এই অভিনেতাকে-তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

বিজনেস আওয়ার/ ৩১ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: