ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজও কুয়াশায় ঢাকা রাজধানী, দেখা নেই সূর্যের

  • পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক: চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপ বেড়েছে। গতকাল বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নগরী। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে কর্মস্থল ও অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস কমতে পারে। এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখন যে বাতাস কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তরাঞ্চল দিয়ে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

বিজনেস আওয়ার/ ০৩ জানুয়ারি / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজও কুয়াশায় ঢাকা রাজধানী, দেখা নেই সূর্যের

পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপ বেড়েছে। গতকাল বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নগরী। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে কর্মস্থল ও অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস কমতে পারে। এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখন যে বাতাস কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তরাঞ্চল দিয়ে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

বিজনেস আওয়ার/ ০৩ জানুয়ারি / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: