ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিকের মা-বাবাকে কুপিয়ে জখম

  • পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের মধুখালীতে দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসুর বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্য, চুরিতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন তারা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৬), মা কাকুলী বসু (৬১) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে তারা টিভি দেখার সময় ঘরের ভেতর হঠাৎ একজনকে দেখতে পান। তাকে ধাওয়া দিলে তিনি বাড়ির দোতলায় অবস্থান নেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে শ্যামলেন্দু বসুকে কুপিয়ে জখম করে। পরে অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সাংবাদিক সৌগতের চাচি শুক্লা বসু বলেন, রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় তারা আমাকে ভিডিও কল দিয়ে বাঁচানোর আকুতি জানান। পরে আমি প্রতিবেশীদের জানালে তারা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সৌগত বসু জানান, বাড়িতে আমার বাবা-মা থাকেন। তাদের দেখাশোনা করতে প্রীতি নামে একটি মেয়ে থাকে। তারা এখন সবাই গুরুতর জখম। তবে আমাদের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। তাছাড়া কেউ চুরি করলে তখন আসবে কেন। কোনো মালামালও খোয়া যায়নি। এটা পরিকল্পিত হামলা বা অন্য কোনো ঘটনা।

এ ব্যাপারে ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জীবন মন্ডল জানান, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে শ্যামলেন্দুর বাড়িতে প্রবেশ করে। হঠাৎ তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামলেন্দু দাদা, তার স্ত্রী ও মেয়েটিকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় বাসায় থাকা মেয়েটিকে স্টিলের স্টিক দিয়ে মাথায় ও শরীরে আঘাত করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্ণব জানান, আহতদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার মাথার হাড় ভেঙে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/ ০৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিকের মা-বাবাকে কুপিয়ে জখম

পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের মধুখালীতে দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসুর বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্য, চুরিতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন তারা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৬), মা কাকুলী বসু (৬১) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে তারা টিভি দেখার সময় ঘরের ভেতর হঠাৎ একজনকে দেখতে পান। তাকে ধাওয়া দিলে তিনি বাড়ির দোতলায় অবস্থান নেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে শ্যামলেন্দু বসুকে কুপিয়ে জখম করে। পরে অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সাংবাদিক সৌগতের চাচি শুক্লা বসু বলেন, রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় তারা আমাকে ভিডিও কল দিয়ে বাঁচানোর আকুতি জানান। পরে আমি প্রতিবেশীদের জানালে তারা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সৌগত বসু জানান, বাড়িতে আমার বাবা-মা থাকেন। তাদের দেখাশোনা করতে প্রীতি নামে একটি মেয়ে থাকে। তারা এখন সবাই গুরুতর জখম। তবে আমাদের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। তাছাড়া কেউ চুরি করলে তখন আসবে কেন। কোনো মালামালও খোয়া যায়নি। এটা পরিকল্পিত হামলা বা অন্য কোনো ঘটনা।

এ ব্যাপারে ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জীবন মন্ডল জানান, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে শ্যামলেন্দুর বাড়িতে প্রবেশ করে। হঠাৎ তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামলেন্দু দাদা, তার স্ত্রী ও মেয়েটিকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় বাসায় থাকা মেয়েটিকে স্টিলের স্টিক দিয়ে মাথায় ও শরীরে আঘাত করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্ণব জানান, আহতদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার মাথার হাড় ভেঙে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/ ০৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: