ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লা লিগা মাঠে গড়াচ্ছে ১১ জুন

  • পোস্ট হয়েছে : ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনা ভাইরাসসের কারণে গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে স্প্যানিশ লা লিগা। এরপর গত সপ্তাহে খেলা শুরুর অনুমতি দিয়েছে স্পেন সরকার। দেশটির ফুটবল ফেডারেশন জানায়, ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে লিগ শুরু হবে।

জানা গেছে, ১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। লকডাউনের পর পুনরায় শুরু হতে যাওয়া লা লিগায় মায়োর্কারের বিপক্ষে ১৩ জুন প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। পরের দিন ১৪ জুন এইবারের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

এদিকে লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭। সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে।

প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ ১৬ জুন খেলবে নিজেদের দর্শকহীন মাঠে, লেগানেসের বিপক্ষে। রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি নিজেদের মাঠে হওয়ার কথা। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন দলটি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লা লিগা মাঠে গড়াচ্ছে ১১ জুন

পোস্ট হয়েছে : ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনা ভাইরাসসের কারণে গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে স্প্যানিশ লা লিগা। এরপর গত সপ্তাহে খেলা শুরুর অনুমতি দিয়েছে স্পেন সরকার। দেশটির ফুটবল ফেডারেশন জানায়, ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে লিগ শুরু হবে।

জানা গেছে, ১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। লকডাউনের পর পুনরায় শুরু হতে যাওয়া লা লিগায় মায়োর্কারের বিপক্ষে ১৩ জুন প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। পরের দিন ১৪ জুন এইবারের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

এদিকে লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭। সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে।

প্রথম ম্যাচের পর বার্সা দ্বিতীয় ম্যাচ ১৬ জুন খেলবে নিজেদের দর্শকহীন মাঠে, লেগানেসের বিপক্ষে। রিয়াল মাদ্রিদেরও পরের ম্যাচটি নিজেদের মাঠে হওয়ার কথা। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ১৮ জুন দলটি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: