ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ঢাকলো পশ্চিমবঙ্গ, ব্যাহত ট্রেন চলাচল

  • পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 5

বিজনেস আওয়ার ডেস্ক: সোমবার (৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা দেখা যায়
বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন সোমবার (৬ জানুয়ারি) ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও কমার পাশাপাশি একই রকম কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যাবে। ঘন কুয়াশার ফলে প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থাতেও। কুয়াশার কারণে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচলে ব্যাহত হয়েছে। বেশকিছু দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে ও আগামী দুদিনে তা আরও একটু বাড়বে। আগামী চার থেকে পাঁচদিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার কলকাতার তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিককের চেয়ে ২ ডিগ্ৰি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্ৰি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৬৬ শতাংশ।

বিজনেস আওয়ার/ ০৬ জানুয়ারি / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘন কুয়াশায় ঢাকলো পশ্চিমবঙ্গ, ব্যাহত ট্রেন চলাচল

পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

বিজনেস আওয়ার ডেস্ক: সোমবার (৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা দেখা যায়
বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন সোমবার (৬ জানুয়ারি) ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও কমার পাশাপাশি একই রকম কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যাবে। ঘন কুয়াশার ফলে প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থাতেও। কুয়াশার কারণে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচলে ব্যাহত হয়েছে। বেশকিছু দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে ও আগামী দুদিনে তা আরও একটু বাড়বে। আগামী চার থেকে পাঁচদিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার কলকাতার তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিককের চেয়ে ২ ডিগ্ৰি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্ৰি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৬৬ শতাংশ।

বিজনেস আওয়ার/ ০৬ জানুয়ারি / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: