বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পেপার ও প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন আজ সোমবার (০৬ জানুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন পূর্বক জামিন আবেদন করেন ।
জামিন শুনানিতে বিজ্ঞ কুশলী ঋণ এর বিপরীতে ইসলামী ব্যাংক এর দায়ের করা মামলায় দাবিকৃত পাওনা টাকা, উনার সকল কলকারখানা চালু করা সাপেক্ষে, অতি দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করেন । ব্যাংকের টাকা এবং শেয়ারবাজার বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে এবং অন্যান্য সকল দিক বিবেচনায় মহামান্য আদালত সএম আমজাদ হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিগত ফাসিস্ট সরকারের আমলে কেপিপিএল সহ আমজাদ হোসেনের ব্যবসা সংক্রান্ত সকল হিসাব/একাউন্ট দুদক কর্তৃক কোনো প্রকার সুষ্ঠ তদন্ত ব্যতিরেকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকায় সকল ব্যবসা পরিচালনা অসম্ভব হয়ে পড়ে এবং পরবর্তীতে ব্যাংকের নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারার দরুণ তিনি ঋণ খেলাপি হন এবং কেপিপিএল সহ অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে পড়ে।
বর্তমানে আমজাদ হোসেন সুষ্ঠ আইনি প্রক্রিয়ায় এবং ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে তার সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং কল কারখানা চালু করবেন বলে আদালতকে আশস্ত করেন ।
বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি/ রানা