বিজনেস আওয়ার প্রতিবেদক: রংপুরে নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভে অধ্যাপক দেলোয়ার হোসেন, মির্জা বাবর বাবলু, সাইফুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, লিখন চৌধুরী, মনির হোসেন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিম্নমানের প্রিপেইড মিটার কেনার নামে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই নিম্নমানের প্রিপেইড মিটার এখন জনগণকে চাপিয়ে দেওয়া হচ্ছে। জনস্বার্থ উপেক্ষা করে নেসকো নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতি মাসে অবৈধভাবে ভাড়া আদায়ের চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রকৌশলী বলছেন, গণশুনানি অচিরেই করা হবে। তা ছাড়া জেলার সমন্বয় সভা ও বিভাগীয় কমিশনার এবং সিটি করপোরেশনের বিষয়টি অবহিত করা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি মহানগর নাগরিক কমিটি হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে পাঁচ দফা দাবি ঘোষণা করে। এর আগে ২৬ ডিসেম্বর বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটি এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহক পৃথকভাবে মানববন্ধন করে।
বিজনেস আওয়ার/ ১২ জানুয়ারি / কাউছার