ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পকলায় ফিরছে ‌খনা

  • পোস্ট হয়েছে : এই মাত্র
  • 0

বিনোদন ডেস্ক: বটতলার জনপ্রিয় নাট্য প্রযোজনা ‘খনা’। নাটকটি দীর্ঘকাল ধরে মঞ্চে মুগ্ধতা ছড়াচ্ছে। দেশে-বিদেশে মঞ্চায়িত হয়ে পেয়েছে প্রশংসা। সেই ধারাবাহিকতায় এবার নাটকটির ৯০তম প্রদর্শনী হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১৪ জানুয়ারি মঞ্চে আসবে এ নাটক।

খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজো সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে – সেই প্রমাণ এই নাট্যের পদে পদে রয়েছে। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক ‘খনা’ চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারীর প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে ‘খনা’ এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারায়।

সামিনা লুৎফা নিত্রার রচনায় ‘খনা’ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

বিজনেস আওয়ার/ ১২ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শিল্পকলায় ফিরছে ‌খনা

পোস্ট হয়েছে : এই মাত্র

বিনোদন ডেস্ক: বটতলার জনপ্রিয় নাট্য প্রযোজনা ‘খনা’। নাটকটি দীর্ঘকাল ধরে মঞ্চে মুগ্ধতা ছড়াচ্ছে। দেশে-বিদেশে মঞ্চায়িত হয়ে পেয়েছে প্রশংসা। সেই ধারাবাহিকতায় এবার নাটকটির ৯০তম প্রদর্শনী হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১৪ জানুয়ারি মঞ্চে আসবে এ নাটক।

খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজো সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে – সেই প্রমাণ এই নাট্যের পদে পদে রয়েছে। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক ‘খনা’ চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারীর প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে ‘খনা’ এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারায়।

সামিনা লুৎফা নিত্রার রচনায় ‘খনা’ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

বিজনেস আওয়ার/ ১২ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: