ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফের ডিএসইর সার্ভার জটিলতা, আটকে গেলো লেনদেন

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: মাত্র ৮ দিনের ব্যবধানে আবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্ভার জটিলতায় লেনদেনে বিঘ্ন ঘটেছে। সার্ভার সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জানুয়ারি) নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

তবে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে এরই মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় ১০টা ১০ মিনিট থেকে।

এবিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে ১০টা ১০ মিনিট থেকে লেনদেন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাজারে এমনিতেই মন্দা অবস্থা। এর মধ্যে প্রায় প্রায় লেনদেনে বিঘ্ন ঘটলে তা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয়। এর আগে গত ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু হয়। আজ আবার লেনদেনে সমস্যা হলো।

লেনদেনে বিঘ্ন ঘটার কারণ জানতে চাইলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, একটা সার্ভারে সামান্য সমস্যা দেখা দেয়। আমাদের আইটি বিভাগ দ্রুত সমস্যার সমাধান করেছে এবং লেনদেন শুরু হয়েছে। পাঁচ মিনিটের মতো লেনদেনে সমস্যা হয়েছিল।

এর আগে গত ৫ জানুয়ারি নেটওয়ার্ক সমস্যার কারণে ডিএসইতে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়। তার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের থেকে আধাঘণ্টা বেশি অর্থাৎ দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে ওইদিন।

বিজনেস আওয়ার/ ১৩ জানুয়ারি / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের ডিএসইর সার্ভার জটিলতা, আটকে গেলো লেনদেন

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: মাত্র ৮ দিনের ব্যবধানে আবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্ভার জটিলতায় লেনদেনে বিঘ্ন ঘটেছে। সার্ভার সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জানুয়ারি) নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

তবে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে এরই মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় ১০টা ১০ মিনিট থেকে।

এবিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে ১০টা ১০ মিনিট থেকে লেনদেন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাজারে এমনিতেই মন্দা অবস্থা। এর মধ্যে প্রায় প্রায় লেনদেনে বিঘ্ন ঘটলে তা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয়। এর আগে গত ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু হয়। আজ আবার লেনদেনে সমস্যা হলো।

লেনদেনে বিঘ্ন ঘটার কারণ জানতে চাইলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, একটা সার্ভারে সামান্য সমস্যা দেখা দেয়। আমাদের আইটি বিভাগ দ্রুত সমস্যার সমাধান করেছে এবং লেনদেন শুরু হয়েছে। পাঁচ মিনিটের মতো লেনদেনে সমস্যা হয়েছিল।

এর আগে গত ৫ জানুয়ারি নেটওয়ার্ক সমস্যার কারণে ডিএসইতে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়। তার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের থেকে আধাঘণ্টা বেশি অর্থাৎ দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে ওইদিন।

বিজনেস আওয়ার/ ১৩ জানুয়ারি / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: