ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রলিচাপায় ২মোটরসাইকেল আরোহী নিহত

  • পোস্ট হয়েছে : ১৩ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ট্রলিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলের সাজের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এসময় আখ বোঝাই ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/ ১৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজশাহীতে ট্রলিচাপায় ২মোটরসাইকেল আরোহী নিহত

পোস্ট হয়েছে : ১৩ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ট্রলিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলের সাজের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এসময় আখ বোঝাই ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/ ১৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: