বিনোদন ডেস্ক : চারবার ডায়ালাইসিস করার পরও গতকাল বুধবার স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম মূত্র নিঃসরণ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার বয়স এবং অন্যান্য কো-মর্বিডিটির জন্য সুদূরপ্রসারী ডায়ালাইসিস করা হচ্ছে না। এছাড়া কিডনির সমস্যার পাকাপাকি সমাধান খুঁজছে মেডিকেল টিম।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রের রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা তলানির দিকে। তার ট্র্যাকিওস্টমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। বুধবার নতুন করে তার দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রা।
এর আগে গত ৬ অক্টোবর করোনা নিয়ে এই অভিনেতা এসেছিলেন বেলভিউ হাসপাতালে। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি।
কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। করোনা নেগেটিভ হলেও তার চেতনা এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। কোভিড এনসেফেলোপ্যাথিতে আক্রান্ত প্রবীণ অভিনেতার জিসিএস স্কেল এখনো ১০-এর কোঠায়।
চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, করোনার রিপোর্ট নেগেটিভ হলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি মাঝে মধ্যেই খারাপ হচ্ছে। এখনো তিনি সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই রয়েছেন। কিডনি ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ