ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে যা বললেন সাকিব!

  • পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • 47

স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্যক্তি খেলোয়াড়ের বিবেচনায় টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। ফুটবল বিষয়ক যেকোনো আলোচনায় প্রায়ই মেসি বন্দনায় মেতে ওঠেন সাকিব। কোনো সংশয় ছাড়াই এক নম্বর হিসেবে মেনে নেন মেসিকে।

চলতি মৌসুম শুরুর আগে মেসিকে চরম পরীক্ষা দিতে হয়েছে। একদিকে মাঠের ব্যর্থতা অন্যদিকে মাঠের বাইরে ক্লাব ম্যানেজম্যান্টের চরম উদাসীনতার কারণে দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছাপোষণ করেছিলেন মেসি। কিন্তু শেষপর্যন্ত নিজের ইচ্ছার বলিদান দিয়েছেন তিনি।

মেসির এই ক্লাব ছাড়া বিষয়ক ইস্যুতে গত আগস্টের শেষভাগ থেকে শুরু করে পুরো সেপ্টেম্বরসহ এখনও প্রায়শই নানান আলোচনা হয়। বিভিন্ন মতামত দেন বিশ্বের ক্রিড়া বিশেষজ্ঞরা।

এ আলোচনায় এবার পুরোপুরি না হলেও, নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাফ জানিয়েছেন, তিনিও চেয়েছিলেন মেসি যেন নতুন কোনো ক্লাবে যায়। এমনকি স্পষ্ট করে দুইটি ক্লাবের নামও উল্লেখ করেছেন সাকিব।

তার মতে, ক্লাব বদল করলে নতুন করে ভাবার ও আরও ভালো খেলার সুযোগ পেতেন মেসি। যা কি না প্রিয় খেলোয়াড়ের জন্য ভালো হতো বলে মনে করেন সাকিব। গতকাল বুধবার রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া সেই ভিডিওবার্তায় কিছু বাছাইকৃত প্রশ্নের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাকিব। সেখানেই হাসনাফ জারিফ নামের একজনের প্রশ্ন ছিলো, ভক্ত হিসেবে লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাকে কীভাবে দেখেছেন সাকিব? ঐ সময় তার নিজের অনুভূতি কেমন ছিল?

উত্তরে সাকিব বলেছেন, সত্যি বলতে, আমি চেয়েছিলাম মেসি ক্লাব ছেড়ে যাক। দলবদল করে ম্যানচেস্টার সিটি অথবা পিএসজিতে যাক। আমার ধারণা, এ দুই ক্লাবে ও (মেসি) আরও ভালোভাবে খেলতে পারত। অনেক স্বাধীনতা নিয়ে খেলতে পারত। যেহেতু এখন ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।

তিনি আরও বলেন, পিএসজি বা ম্যান সিটিতে গেলে চলতি মৌসুম বা পরের মৌসুমটা আরও উপভোগ করে খেলতে পারত। যেটা বার্সেলোনায় সম্ভব হয় না। কারণ গত ৩-৪ বছর ওর ওপর অনেক বেশি চাপ। শেষপর্যন্ত যেহেতু রয়ে গেছে, আমি চাইব ও যেন শিরোপা দিয়েই বার্সেলোনা থেকে বের হতে।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসিকে নিয়ে যা বললেন সাকিব!

পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্যক্তি খেলোয়াড়ের বিবেচনায় টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। ফুটবল বিষয়ক যেকোনো আলোচনায় প্রায়ই মেসি বন্দনায় মেতে ওঠেন সাকিব। কোনো সংশয় ছাড়াই এক নম্বর হিসেবে মেনে নেন মেসিকে।

চলতি মৌসুম শুরুর আগে মেসিকে চরম পরীক্ষা দিতে হয়েছে। একদিকে মাঠের ব্যর্থতা অন্যদিকে মাঠের বাইরে ক্লাব ম্যানেজম্যান্টের চরম উদাসীনতার কারণে দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছাপোষণ করেছিলেন মেসি। কিন্তু শেষপর্যন্ত নিজের ইচ্ছার বলিদান দিয়েছেন তিনি।

মেসির এই ক্লাব ছাড়া বিষয়ক ইস্যুতে গত আগস্টের শেষভাগ থেকে শুরু করে পুরো সেপ্টেম্বরসহ এখনও প্রায়শই নানান আলোচনা হয়। বিভিন্ন মতামত দেন বিশ্বের ক্রিড়া বিশেষজ্ঞরা।

এ আলোচনায় এবার পুরোপুরি না হলেও, নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাফ জানিয়েছেন, তিনিও চেয়েছিলেন মেসি যেন নতুন কোনো ক্লাবে যায়। এমনকি স্পষ্ট করে দুইটি ক্লাবের নামও উল্লেখ করেছেন সাকিব।

তার মতে, ক্লাব বদল করলে নতুন করে ভাবার ও আরও ভালো খেলার সুযোগ পেতেন মেসি। যা কি না প্রিয় খেলোয়াড়ের জন্য ভালো হতো বলে মনে করেন সাকিব। গতকাল বুধবার রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া সেই ভিডিওবার্তায় কিছু বাছাইকৃত প্রশ্নের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাকিব। সেখানেই হাসনাফ জারিফ নামের একজনের প্রশ্ন ছিলো, ভক্ত হিসেবে লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাকে কীভাবে দেখেছেন সাকিব? ঐ সময় তার নিজের অনুভূতি কেমন ছিল?

উত্তরে সাকিব বলেছেন, সত্যি বলতে, আমি চেয়েছিলাম মেসি ক্লাব ছেড়ে যাক। দলবদল করে ম্যানচেস্টার সিটি অথবা পিএসজিতে যাক। আমার ধারণা, এ দুই ক্লাবে ও (মেসি) আরও ভালোভাবে খেলতে পারত। অনেক স্বাধীনতা নিয়ে খেলতে পারত। যেহেতু এখন ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।

তিনি আরও বলেন, পিএসজি বা ম্যান সিটিতে গেলে চলতি মৌসুম বা পরের মৌসুমটা আরও উপভোগ করে খেলতে পারত। যেটা বার্সেলোনায় সম্ভব হয় না। কারণ গত ৩-৪ বছর ওর ওপর অনেক বেশি চাপ। শেষপর্যন্ত যেহেতু রয়ে গেছে, আমি চাইব ও যেন শিরোপা দিয়েই বার্সেলোনা থেকে বের হতে।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: