বিনোদন ডেস্ক : আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে কেবিনে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
তিনি বলেন, আগের চেয়ে অপূর্বর অবস্থা এখন বেটার। বিশেষ করে গতকালের চেয়ে অনেক অনেক ভালো আছে। আপনারা সবাই একটু দোয়া করবেন। আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে পাঠালেও এখনো শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।
আরিয়ান আরও বলেন, অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে উনার শরীরের ভেতর দিয়ে। তবে আশার কথা গতরাতের পরিস্থিতিটা নেই এখন। হতে পারে এটা প্রপার চিকিৎসাব্যবস্থার জন্য। আমরা এখন অপেক্ষা করছি আবারও সবগুলো টেস্ট করিয়ে সেটার ভালো ফলাফলের জন্য। সেটার জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে বুধবার বিকেলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয়।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ