ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, বিক্রি হলো ১২ হাজারে

  • পোস্ট হয়েছে : ৫০ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে হাজারি বড়শিতে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে বাসুদেব হালদার নামের এক জেলের হাজারি বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের জেলে ও আড়তদার জানান, রোববার সন্ধ্যায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার পদ্মা নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরতে যান। মধ্যরাতে বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য সোমবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন বাসু। পরে ৯ কেজির বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি করেন।

মৎস্য শিকারি বাসুদেব হালদার বলেন, রোববার মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি। তবে বড়শির মাছ হওয়ায় আর তোলার সময় একটু দাগ হওয়ায় দাম কম হাঁকছে মাছ ব্যবসায়ীরা।

আড়তদার সুবল রাজবংশী বলেন, পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসু। হাঁকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি আরেক আড়তদার হৃদয় রাজবংশী কিনেছেন।

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, বন্ধুর জন্য ১২ হাজার টাকায় মাছটি কিনেছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল, তাই মাছটির দাম কমে গেছে। হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।

বিজনেস আওয়ার/ ২০ জানুয়ারি / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদ্মায় বড়শিতে আটক ৯ কেজির বোয়াল, বিক্রি হলো ১২ হাজারে

পোস্ট হয়েছে : ৫০ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে হাজারি বড়শিতে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে বাসুদেব হালদার নামের এক জেলের হাজারি বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের জেলে ও আড়তদার জানান, রোববার সন্ধ্যায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার পদ্মা নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরতে যান। মধ্যরাতে বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য সোমবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন বাসু। পরে ৯ কেজির বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি করেন।

মৎস্য শিকারি বাসুদেব হালদার বলেন, রোববার মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি। তবে বড়শির মাছ হওয়ায় আর তোলার সময় একটু দাগ হওয়ায় দাম কম হাঁকছে মাছ ব্যবসায়ীরা।

আড়তদার সুবল রাজবংশী বলেন, পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসু। হাঁকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি আরেক আড়তদার হৃদয় রাজবংশী কিনেছেন।

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, বন্ধুর জন্য ১২ হাজার টাকায় মাছটি কিনেছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল, তাই মাছটির দাম কমে গেছে। হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।

বিজনেস আওয়ার/ ২০ জানুয়ারি / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: