ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘ছায়াবৃক্ষ’ দিয়ে শুটিংয়ে ফিরলেন অপু

  • পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • 42

বিনোদন ডেস্ক : অবশেষে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারি অনুদানের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ১৫ দিন চলবে এর শুটিং।

এ অপু বিশ্বাস বলেন, করোনার কারণে দীর্ঘদিন ছবির শুটিং করা হয়নি। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। এবারই একক হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। আজ থেকে রাঙ্গুনিয়ায় শুটিং শুরু হচ্ছে। ছবির গল্পটি অসাধারণ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।

ছবির গল্প প্রসঙ্গে অপু বলেন, মূলত চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখের গল্পই উঠে আসবে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। এর মধ্যে আছে নানা ঘটনা। এক কথায় বলতে, গল্পটি অসাধারণ। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। আশা করি, কেউ নিরাশ হবেন না।

জানা গেছে, অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে নিরব-অপুর পাশাপাশি অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘ছায়াবৃক্ষ’ দিয়ে শুটিংয়ে ফিরলেন অপু

পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : অবশেষে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারি অনুদানের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ১৫ দিন চলবে এর শুটিং।

এ অপু বিশ্বাস বলেন, করোনার কারণে দীর্ঘদিন ছবির শুটিং করা হয়নি। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। এবারই একক হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। আজ থেকে রাঙ্গুনিয়ায় শুটিং শুরু হচ্ছে। ছবির গল্পটি অসাধারণ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।

ছবির গল্প প্রসঙ্গে অপু বলেন, মূলত চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখের গল্পই উঠে আসবে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। এর মধ্যে আছে নানা ঘটনা। এক কথায় বলতে, গল্পটি অসাধারণ। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। আশা করি, কেউ নিরাশ হবেন না।

জানা গেছে, অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে নিরব-অপুর পাশাপাশি অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: