1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
চুলের আগা ফাটা রোধে ঘরোয়া ৮ টোটকা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

চুলের আগা ফাটা রোধে ঘরোয়া ৮ টোটকা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১ জুন, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার ডেস্ক : নির্দিষ্ট একটা সময় পর পর চুলের আগা সামান্য কেটে ফেলা তাই জরুরি। কারণ চুলের আগা ফেটে গেলে সহজে বাড়তে চায় না। এছাড়া নিয়মিত যত্নেও রোধ করতে পারেন আগা ফাটা। বিবর্ণ ও রুক্ষ চুলের জন্য এই যত্ন ভীষণ জরুরি।

চলুন জেনে নেয়া যাক চুলের আগা ফাটা রোধে ঘরোয়া ৮টি টোটকা সম্পর্কে:

১। টক দই, মধু, অলিভ অয়েল ও ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে চুলের আগায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন। পরে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২। কাঁচা পেঁপে ও টক দই একসঙ্গে ব্লেন্ড করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৩। নারকেল তেল কুসুম গরম করে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৪। অ্যালোভেরার জেল চুলের আগায় লাগান। চুল শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখন ৪০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫। নারকেলের দুধ চুলের আগায় লাগিয়ে রাখুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৬। ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৭। আধা কাপ পাকা পেঁপে ব্লেন্ড করে ১ টেবিল চামচ আমন্ড অয়েল ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৮। একটি পাকা কলা, ডিম গোলা, দুধ ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুলে লাগিয়ে রেখে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ঘরোয়া এই আট টোটকাই আপনার চুলের আগা ফাটা রোধ করবে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ