বিনোদন ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর পাবে দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দার সিনেমায় কাজের সুযোগ।
সেইসঙ্গে তারা কাজী মিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হবেন নানা ধরনের কাজে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এসময় আয়োজকরা জানান, Stathunt.deeptoplay.com এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকরা রেজিষ্ট্রেশন করতে পারবে৷ রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে, চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের গ্রুমিং শুরু হবে।
সিনেমা ও মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ মানুষরা প্রতিযোগীদের অডিশন, ওয়ার্কশপ ও বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচাই-বাছাই করে তৈরী করবে দীপ্ত স্টার হান্টে হওয়ার লক্ষ্যে। একজন স্টারের হতে যত ধরনের বৈশিষ্ট ও দক্ষতা থাকতে হয় তার সবই এই রিয়েলিটি শোয়ে উঠে আসবে বলে দাবি কর্তৃপক্ষের।
তারা আরও জানায়, এই প্রতিযোগিতায় একদিকে প্রতিযোগীরা যেমন শিখবে অন্যদিকে নিজেদের প্রেজেন্টেশনে তারা বিচারকদের কাছ থেকে নম্বর আদায় করে নেবে। প্রতিযোগিতায় গুণী অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীনসহ আরও অনেকেই বিচারকের দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, আয়োজনের প্রধান বিচারক তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজনসহ দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিজনেস আওয়ার/ ২৩ জানুয়ারি / রানা