ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর সদরের গুচ্ছগ্রামে ডাকাতদের হানা

  • পোস্ট হয়েছে : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এ সময় এলাকাবাসী এক ডাকাত সদস্যকে ধরে পিটুনি দেওয়ায় আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী ডাঙ্গী গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র নিয়ে ওই গুচ্ছগ্রামে হানা দেয় সাত-আটজনের একটি ডাকাত দল। তারা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে সঙ্ঘবদ্ধভাবে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদের মাইক থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ওপর আক্রমণ চালায়। এ সময় মিরান খা (৩৪) নামে এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, মিরন খার বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। সে একজন দাগি ডাকাত বলে এলাকায় পরিচিত। এলাকার বাসিন্দারা বলেন, রাতে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে কুয়াশার কারণে রাত্রে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ভোরের দিকে মিরান খার আত্মীয়-স্বজন এসে আহত অবস্থায় তাকে নিয়ে গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান বলেন, আজ ভোর ৬টার দিকে মিরান খাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/ ২৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফরিদপুর সদরের গুচ্ছগ্রামে ডাকাতদের হানা

পোস্ট হয়েছে : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এ সময় এলাকাবাসী এক ডাকাত সদস্যকে ধরে পিটুনি দেওয়ায় আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী ডাঙ্গী গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র নিয়ে ওই গুচ্ছগ্রামে হানা দেয় সাত-আটজনের একটি ডাকাত দল। তারা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে সঙ্ঘবদ্ধভাবে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদের মাইক থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ওপর আক্রমণ চালায়। এ সময় মিরান খা (৩৪) নামে এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, মিরন খার বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। সে একজন দাগি ডাকাত বলে এলাকায় পরিচিত। এলাকার বাসিন্দারা বলেন, রাতে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে কুয়াশার কারণে রাত্রে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ভোরের দিকে মিরান খার আত্মীয়-স্বজন এসে আহত অবস্থায় তাকে নিয়ে গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান বলেন, আজ ভোর ৬টার দিকে মিরান খাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/ ২৪ জানুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: